অনেকদিন পর মুগ্ধবাংলায় ভাড়াটে সৈনিকের নতুন পর্ব এলো! দেরী হওয়ার কারণ এই যে, এই কমিকসটির যে ইবুক ভার্সন পাই সেটি অত্যন্ত হাই-রেজলিউশনের ৪০৯৬x৫৩৬০ পিক্সেলের। এত হাই রেজলিউশনের কমিকস এডিট করতে গিয়ে মেশিন বার বার হ্যাং করে যাওয়ায় প্রথমে মূল পিকচারগুলিকে অর্ধের রেজলিউশনে নিয়ে আসি অর্থাৎ ২০৪৮x২৬৮০, তারপর তার অনুবাদ শুরু করি। কিন্তু তাতেও সমস্যা খুব একটা যে কম হয়েছে, তা নয়। তবে এর কম রেজলিউশন করলে, ছবির সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছিল। প্রতিটি পেজের সাইজ বেশী হওয়ায় অনলাইনে পড়ার সময় লোডিংয়ে দেরী হতে পারে, পাতাগুলি হয়ত সম্পূর্ণটা নাও দেখা যেতে পারে। সেরকম হলে জানাবেন।
ভাড়াটে সৈনিকের শত্রু ক্লষ্ট বিশাল এক দূর্গ রচনা করেছে যা এক কথায় অভেদ্য। সেই দূর্গের অভ্যন্তরে প্রচুর পরিমানে সঞ্চিত রয়েছে বারুদ। একবার ওই বারুদে আগুন দিতে পারলে দূর্গসহ ক্লষ্টের সকল স্বপ্ন চুরমার হয়ে যাবে। কিন্তু কাজটা প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে। কীভাবে সফল হল দূর্গ ধুলিস্যাতের পরিকল্পনা, তা জানা যাবে এই পর্বে। কমিকসটি প্রাপ্তবয়স্কদের জন্য সংরক্ষিত।